ABP Exclusive: প্রকাশিত হল CBSE-র ফল, কীভাবে দেখবেন রেজাল্ট? Bangla News


মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ICSE - র পর এবার প্রকাশিত হল সিবিএসই- ফল। আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন। সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয় ২৬ এপ্রিল থেকে ১৫ জন পর্যন্ত।  সিবিএসই দশম এবং দ্বাদশ মিলিয়ে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৪ লক্ষের বেশি। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন সূত্রে খবর, সিবিএসই দ্বাদশের দুটি টার্ম মিলিয়ে একটি মার্কশিট দেওয়া হবে। 

পড়ুয়ারা সিবিএসই-র অফিশিয়াল ওয়েবসাইট results.cbse.nic.in এবং cbseresults.nic.in -এ ফলাফল জানতে পারবেন। এছাড়াও ডিজিলকার ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে। এছাড়াও ফল জানা যাবে উমঙ্গ অ্যাপে। অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং অ্যাপল আইওএস স্টোরে এই অ্যাপ পাওয়া যাবে। আধার কার্ড এবং ভেরিফিকেশন নম্বর দিয়ে লগ ইন করতে পারবে পড়ুয়ারা।

কীভাবে দেখবেন ফল? 
• প্রথমেই মোবাইল অথবা কম্পিউটার থেকে সিবিএসই-র সরকারি ওয়েবসাইট cbseresults.nic.in-এ যেতে হবে।
• Senior School Certificate Examination অপশনে ক্লিক করতে হবে।
• রোল নম্বর, স্কুল কোড এবং জন্মের তারিখ তথ্য দিতে হবে
• সঙ্গে সঙ্গে ফলাফল মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে চলে আসবে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola