College Admission: চালু হল কলেজে ভর্তির কেন্দ্রীয় পোর্টাল, সর্বাধিক ২৫ বিষয়ে করা যাবে আবেদন | ABP Ananda LIVE

Continues below advertisement

ভাবনার একদশক পরে অবশেষে কলেজে ভর্তিতে কেন্দ্রীয় পোর্টাল। প্রায় সাড়ে ৯ লক্ষ আসনে ভর্তির পোর্টালের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী। সর্বাধিক ২৫টি বিষয়ে আবেদন করতে পারবেন পরীক্ষার্থী। ২৪ জুন থেকে পোর্টালে অনলাইন আবেদন শুরু। পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া যাবে ১৬টি বিশ্ববিদ্যালয়, ৪৬১টি কলেজে। প্রথম দফার পর শূন্য আসনে দ্বিতীয় দফার ভর্তি প্রক্রিয়া। কলেজে ভর্তিতে অস্বচ্ছতার অভিযোগ মানলেন শিক্ষামন্ত্রী। স্বচ্ছতার জন্যই পোর্টাল, দাবি ব্রাত্য বসুর। 

রাজভবনের সামনে অবস্থানে বসতে চেয়ে আদালতের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। ভোট-পরবর্তী সন্ত্রাসে আক্রান্তদের নিয়ে অবস্থানে বসতে চান বিরোধী দলনেতা। 'ওখানেই কেন অবস্থানে বসতে হবে? শাসকদল বসেছিল বলে?' প্রশ্ন বিচারপতি অমৃতা সিন্হার। বিকল্প জায়গার সন্ধান নিয়ে আসুন, ভেবে দেখছি, মন্তব্য বিচারপতির। '১৪৪ ধারা অমান্য করে গতবছরের অক্টোবরে রাজভবনের সামনে তৃণমূলের ধর্না। বিক্ষোভে উপস্থিত থাকা ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে পুলিশ?' শুক্রবারের মধ্যে জানাতে রাজ্যকে নির্দেশ বিচারপতি সিন্হার। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram