College Admission: এবার কলেজে ভর্তিতেও সেন্ট্রাল অনলাইন, বৈঠকে বসছে উচ্চশিক্ষা দফতর।Bangla News
দুর্নীতি রোধে এবার কলেজে ভর্তিতে চালু হতে চলেছে কেন্দ্রীয়ভাবে অনলাইন পদ্ধতি (Online Admission)। সূত্রের খবর, নবান্নর (Nabanna) তরফে সবুজ সঙ্কেত মেলার পর, আগামী সপ্তাহে বৈঠকে বসছে উচ্চশিক্ষা দফতর। অতীতে এই উদ্যোগ নেওয়া হলেও, শেষমেশ তা বাস্তবায়িত হয়নি। এবার কী হবে? সেদিকেই নজর শিক্ষামহলের।
Tags :
Nabanna ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Aaj Bangla এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ College Online Admission 2022 College Admision 2022 এবিপি আনন্দ