Kolkata: আনন্দবাজার পত্রিকা এবং দ্য় টেলিগ্রাফের যৌথ উদ্য়োগে আয়োজন করা হল এডুকেশন সিমপোজিয়াম | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: শিক্ষার্থীদের সুদূর ভবিষতের কথা ভেবে কলকাতার বুকে আয়োজন করা হল আলোচনা সভার। আনন্দবাজার পত্রিকা এবং দ্য় টেলিগ্রাফের যৌথ উদ্য়োগে আয়োজন করা হল এডুকেশন সিমপোজিয়াম।

RG কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় দেশজুড়ে চিকিৎসকদের প্রতিবাদ। দিল্লি, মুম্বই, পাটনা, নাগপুর সর্বত্রই পথে নেমেছেন চিকিৎসকরা। RG কর মেডিক্যালের আন্দোলনকারীদের সহমর্মিতা জানাতে বিভিন্ন হাসপাতালে বন্ধ রাখা হল আউটডোর পরিষেবা। 

খাস কলকাতায় সরকারি মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় জাতীয় রাজনীতিতেও তোলপাড় পড়ে গিয়েছে। X হ্যান্ডলে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। পোস্টে তিনি লিখেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকারের নজরদারিতে পশ্চিমবঙ্গে যা ঘটেছে তা নির্ভয়ার দ্বিতীয় অধ্যায়ের থেকে কিছু কম নয়। এখন স্পষ্ট যে, এটা শুধু ধর্ষণ নয়, গণধর্ষণের ঘটনা। তথ্য প্রমাণ তাই ইঙ্গিত করে। কিন্তু শুধু একজন গ্রেফতার হয়েছে। তৃণমূলের সঙ্গে সম্পর্ক থাকায় বাকি অভিযুক্তদের সুরক্ষা দেওয়া হচ্ছে। তৃণমূল সরকারের তদন্ত কমিটিতে ইন্টার্ন ও শাসক-ঘনিষ্ঠদেরই রাখা হয়েছে। সেই জন্য তারা কিছু লুকোতে চাইছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram