Upper Primary teachers Interview: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে ইন্টারভিউ শুরু ১৯ জুলাই, আদালতের নির্দেশ মেনেই হবে নিয়োগ

Continues below advertisement

উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ শুরু হবে আগামী ১৯ জুলাই। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এ কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, উচ্চ প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে ওয়েবসাইটে। আদালতের নির্দেশ মেনে নিয়োগ সম্পন্ন হবে। ১৫ হাজার ৪০৬ জন প্রার্থীর তালিকা প্রকাশিত হয়েছে। ইন্টারভিউ শুরু হবে ১৯ জুলাই।   প্রার্থী নিয়োগ সংক্রান্ত তথ্য জানা যাবে www.westbengalssc.com –ওয়েবসাইটে।ইন্টারভিউ প্রক্রিয়া চলবে ৪ অগাস্ট পর্যন্ত। মোট শূন্যপদ ১৪ হাজার ৩৩৯।

উল্লেখ্য, হাইকোর্টে জট খুলতেই উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগী উদ্য়োগী হয়েছে রাজ্য। গত সপ্তাহেই জানানো হয়েঠিল,  আগামী সপ্তাহ থেকে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরুর চেষ্টা করা হবে। এসএসসি-র চেয়ারম্যান গত শনিবার জানিয়েছিলেন. তালিকায় যাঁদের নাম নেই, তাঁরা অভিযোগ জানাতে পারবেন। কীভাবে অভিযোগ জানানো যাবে, মঙ্গলবারের মধ্যে ওয়েবসাইটে জানানো হবে। 

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন যে,  স্বচ্ছতা বজায় রেখে এবার থেকে  প্রতি বছরই এসএসসি এবং প্রাথমিকে টেট আয়োজন করবে রাজ্য সরকার। এসএসসিতে নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ তুলে নেওয়ায় আদালতকে ধন্যবাদ জানিয়েছিলেন তিনি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram