WBJEE: রাজ্যে ১৭ জুলাই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, ১৪ অগস্টের মধ্যেই ফলপ্রকাশ

Continues below advertisement

রাজ্যে ১৭ জুলাই জয়েন্ট এন্ট্রান্স। ২৭৪টি পরীক্ষা কেন্দ্র নির্দিষ্ট করা হয়েছে। ২০২১ সালে জয়েন্ট এন্ট্রান্সের সব ছাত্র-ছাত্রীকে বাড়ির কাছে শিক্ষাকেন্দ্রে পরীক্ষা করানোর চেষ্টা করা হবে। চলতি বছর মোট ৯২ হাজার ৬৯৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। ১৪ অগাস্টের মধ্যে জয়েন্টের ফলাফল প্রকাশ। ১৫ সেপ্টেম্বরের মধ্যে তিন দফায় কাউন্সেলিং শেষ করব। আগে ঠিক ছিল ১১ জুলাই জয়েন্ট এন্ট্রান্স হবে। এই সময়ের মধ্যে পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক হওয়ার আশা। জায়গা থাকলে তবে এক বেঞ্চে বসবেন দু’জন। 

বুধবার এক সাংবাদিক সম্মেলনে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, "৬ দিন পিছিয়ে ১৭ জুলাই হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। চলতি বছর ৯২ হাজার ৬৯৫ জন ছাত্র-ছাত্রী পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেছেন। এর মধ্যে ৬০ শতাংশ পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী। বাকি ৪০ শতাংশ ভিন রাজ্যের বসবাসকারী। তাঁদের কথা মাথায় রেখে ও বর্তমান অতিমারি পরিস্থিতি বিবেচনা করে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। চলতি বছর ৯২ হাজার ৬৯৫ জন ছাত্র-ছাত্রী জন্য ২৭৪টি পরীক্ষাকেন্দ্র নির্বাচন করা হয়েছে। জোনগুলিকে আরও বেশি বিস্তৃত করা হয়েছে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram