Kolkata:কৃতি ছাত্রছাত্রীদের জন্য রবীন্দ্রসদনে আয়োজিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উৎসাহ দান সভা

ABP Ananda LIVE: কৃতি ছাত্রছাত্রীদের পড়াশোনায় উৎসাহিত করতে রবীন্দ্রসদনে আয়োজিত হল পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উৎসাহ দান সভা। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পুলিশ আধিকারিক ও কর্মীদের কৃতী সন্তানদের হাতে তুলে দেওয়া হল উপহার। মাধ্যমিক উচ্চমাধ্যমিক ও বিভিন্ন বোর্ড পরীক্ষায় যারা সাফল্য লাভ করেছে, তাদের উৎসাহ প্রদান করার জন্য এই বিশেষ সভা।রবীন্দ্রসদনে আয়োজিত এই অনুষ্ঠানে ছিলেন, ADG হোমগার্ড, বিভিন্ন পদস্ত পুলিশ আধিকারিকসহ প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায় ও প্রাক্তন ফুটবলার বিদেশ বসু।

আরও খবর...

প্রায় দেড়দিন পার, ভাঙড়ে তৃণমূলের অঞ্চল সভাপতি খুনে অভিযুক্তরা এখনও পুলিশের নাগালের বাইরে

ভাঙড়ে তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক খান খুনের পর প্রায় দেড়দিন পার। খুনে অভিযুক্তরা এখনও পুলিশের নাগালের বাইরে। ঘটনাস্থলে সিসিটিভি না থাকায় অভিযুক্তদের কোনও ছবি মিলছে না, খবর সূত্রের। ২ প্রত্যক্ষদর্শীকে ডেকে গতকালই অভিযুক্তদের স্কেচ আঁকিয়েছে পুলিশ। খুনের সময় ঘটনাস্থলে কারা ছিল তা জানতে, নেওয়া হচ্ছে টাওয়ার ডাম্পিং সিস্টেমের সাহায্য। যদিও এতকিছু সত্ত্বেও এখনও এই নৃশংস খুনের কোনও কিনারা করতে পারেনি পুলিশ। রাজ্জাক খান ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লার ঘনিষ্ঠ বলে পরিচিত। গত বৃহস্পতিবার রাতে বাড়ির কাছেই গুলিতে ঝাঁঝরা করে, কুপিয়ে খুন করা হয় রাজ্জাককে। এই ঘটনায় পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের হয়েছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola