Kunal Ghosh: 'নিরপেক্ষতার প্রশ্ন তুললে আগে শুভেন্দুকে গ্রেফতার করুন', BJP-কে হুঁশিয়ারি কুণালের।Bangla News

সুকান্ত মজুমদার ও বিজেপিকে আমি স্পষ্টভাবে বলতে চাই, তদন্ত বা দুর্নীতি নিয়ে একটা শব্দ করারও তাঁদের অধিকার নেই। এই বিজেপি নারদার ভিডিও ফুটেজ দেখিয়ে দাবি করেছিল সকলকে গ্রেফতার করার। সেই ভিডিওতে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) দেখা গিয়েছে টাকা নিতে। এখন তৃণমূল নেতাদের নাম পৌঁছে গেল, অথচ বিজেপিতে ‌যোগদান করে এখন শুভেন্দু নেচে বেড়াচ্ছেন। ‌যদি বিজেপি (BJP) নিরপেক্ষতার প্রশ্ন তুলতে চান তবে সবার আগে শুভেন্দু অধিকারীকে  গ্রেফতার করুন। সাংবাদিক বৈঠকে বললেন কুণাল ঘোষ (Kunal)।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola