Partha Bhowmik: ব্য়ারাকপুর কেন্দ্রে জয়ী হলেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। ABP Ananda Live
ABP Ananda Live: ব্য়ারাকপুর কেন্দ্রে জয়ী হলেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক।
ফের ল্য়ান্ডস্লাইড ভিকট্রি তৃণমূলের। একুশের পর চব্বিশ বিধানসভার পর এবার লোকসভা। বঙ্গে ফের সবুজ ঝড়ে ধরাশায়ী হল গেরুয়া। মমতা-অভিষেক ম্য়াজিকে একের পর এক তৃণমূল প্রার্থীরা জিতলেন শুধু তাই নয়, ঘাসফুল ঝড়ে হারলেন দাপুটে নেতা-নেত্রীরাও। হল না ডাবল হ্য়াটট্রিক। থমকে গেল বহরমপুরের 'রবিনহুডে'র বিজয়রথ।রাজনীতিতে নবাগত তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে হারলেন অধীর চোধুরী। ১৯৯৯ সাল থেকে বহরমপুরের সাংসদ ছিলেন। বাম আমল হোক বা তৃণমূলের জমানা, বহরমপুরে এতদিন অপরাজেয় থেকেছেন তিনি। এই প্রথম অধীরকে ফেরাল তাঁর গড়। কাজে দিল না 'বহিরাগত' তত্ত্বে প্রচার। প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের কাছে হারলেন দিলীপ ঘোষ। মেদিনীপুরের বিদায়ী সাংসদ। এবার বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে তাঁকে প্রার্থী করেছিল বিজেপি। কেন্দ্র বদলে খালি হাতে ফিরলেন দিলীপ। বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভায় অমিত শাহের ডেপুটি ছিলেন।