Madhyamik 2023: ভূগোলে জোর ম্যাপ পয়েন্টিংয়ে, উত্তর লেখার সময় প্রয়োজন ছবি আঁকাও

Continues below advertisement

নম্বর বাড়ানোর অন্যতম বিষয় হল ভূগোল (Geography)। ছোট প্রশ্নে তো নম্বর উঠবেই। তার সঙ্গেই ম্যাপ পয়েন্টিংয়ে (Map Pointing) রয়েছে একশো শতাংশ নম্বর তোলার সুযোগ। তবে তার জন্য মানতে হবে বেশ কিছু নিয়ম। ভূগোলে বড় প্রশ্নেও ভয় নেই। ধাপে ধাপে নিয়ম মেনে উত্তর লেখা এবং তার সঙ্গে ছোট ছোট ছবি (Diagram) আঁকলেই নম্বর উঠবে অঙ্কের মতোই। এবিপি লাইভের (ABP Live Exclusive) পাঠশালা লাইভে (Pathshala Live) ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের (Madhyamik Examination 2023) সাহায্যার্থে পরামর্শ দিতে এসে বলছেন ভূগোল শিক্ষক সৌভিক ঘোষ (Souvik Ghosh)। শিক্ষকতা করেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে (Ramakrishna Mission Vidyalaya)। মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশে তাঁর বার্তা, ভূগোলের ক্ষেত্রে উত্তরপত্র (Answer Sheet) পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। তার সঙ্গেই দিয়েছেন, সহজে পড়া মনে রাখার জন্য, পরীক্ষার নম্বর তোলার জন্য নানা খুঁটিনাটি টিপস (Geography Tips)। এই বছর মাধ্যমিকের ভূগোল পরীক্ষা ২৫ ফেব্রুয়ারি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram