Madhyamik 2024:ভৌতবিজ্ঞানে পুরো নম্বর পাওয়া শক্ত নয়,কোন চ্যাপ্টারে কোন প্রশ্নে জোর? ABP Ananda Live
Continues below advertisement
Madhyamik Physical Science Exam: কী ধরনের প্রশ্ন আসে ভৌতবিজ্ঞান পরীক্ষায়? তিন বিভাগের মধ্যে কোন বিভাগ গুরুত্বপূর্ণ? মোট ১৩টি চ্যাপ্টারের মধ্যে কোন কোন অংশ খুঁটিয়ে পড়তে হবে? এই সব বিষয় নিয়ে পাঠশালা লাইভে (Pathshala Live) ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের সাহায্যার্থে পরামর্শ দিতে এসে বলছেন পূর্ব বর্ধমান জেলার হাটগোবিন্দপুর মানগোবিন্দ চৌধুুরী উচ্চবিদ্য়ালয়ের পদার্থবিদ্য়ার শিক্ষক সোমনাথ গুপ্ত। পরীক্ষার্থীদের যদি একটুও উপকারে আসে পরামর্শ, এই উদ্যোগ সফল হবে। অনেক শুভেচ্ছা জীবনের প্রথম বড় পরীক্ষার (WBBSE) জন্য।
Continues below advertisement