
Madhyamik 2025: আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক, কলকাতার বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে ঘুরছেন সিপি
ABP Ananda Live: আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক। সকাল ১১টা থেকে দুপুর ২ পর্যন্ত চলবে পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩। ছাত্রীর সংখ্যা এবারও ছাত্রদের তুলনায় বেশি। পরীক্ষা দিতে যাওয়ার সময় আর ফেরার সময় স্পেশাল বাসের আয়োজন। কলকাতার বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে ঘুরছেন সিপি। পরীক্ষার্থীদের ফুল-চকোলেট বিলি করছে কলকাতা পুলিশ।
আজ ফের সুপ্রিম কোর্টে ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি
আজ ফের সুপ্রিম কোর্টে ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে। এর আগে ২৮ জানুয়ারির শুনানিতে গোটা প্যানেবই বাতিল করার আবেদন জানান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, নতুনভাবে নিয়োগে অনেক সমস্যা হবে। বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, কিছু ঝামেলা সহ্য করে শুধুমাত্র যারা পরীক্ষায় বসেছিলেন তাঁদের সুযোগ দিতে হবে। সিপিএমের আইনজীবী সাংসদের অবস্থানের তীব্র সমালোচনায় সরব হন চাকরিরত শিক্ষক-শিক্ষিকারা। যোগ্য-অযোগ্যদের আলাদা করার প্রশ্নে একাধিকবার পিছিয়েছে চাকরি বাতিল মামলার শুনানি। গত বছরের ১৯ ডিসেম্বর চাকরি বাতিল মামলার শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে। শুনানিতে সর্বোচ্চ আদালতের প্রশ্নের মুখে পড়ে রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন। সেদিন সুপ্রিম কোর্ট মূলত যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রাপকদের বাছাই করার ওপরে জোর দিয়েছিল। সম্ভাব্য কোন উপায়ে তা করা যায়, সেই ইঙ্গিতও দেওয়া হয়।