Madhyamik 2026: নোটিস থেকে প্যারাগ্রাফ, উঠবে ভাল নম্বর, মাধ্যমিকের ইংরেজির লাস্ট মিনিট টিপস

Continues below advertisement

Madhyamik Examination 2026 : Madhyamik English Last Minute Tips : ইংরেজি শুনলেই অনেকে ভয় পায়। অবশ্য শিক্ষক-শিক্ষিকারা বলে থাকেন, ইংরেজি নয় এতটাও কঠিন। মাধ্যমিক পরীক্ষা এক্কেবারে দোরগোড়ায়। পরীক্ষার্থীদের প্রস্তুতি তুঙ্গে। পরীক্ষার্থীদের এই প্রস্তুতিকে আরও নিখুঁত করতে ‘পাঠশালা লাইভ’-এর ক্লাসরুমে যাদবপুর বিদ্যাপীঠের ইংরাজি বিষয়ের শিক্ষিকা মিষ্টুনী দত্ত (Mishtuni Dutta) জানিয়েছেন ইংরেজিতে ভাল নম্বর পেতে হলে কোন কবিতা, কোন গদ্যে দিতে হবে বেশি নজর। গ্রামারে কোথায় দিতে হবে বেশি জোর, নোটিস কী কী দেখে গেলে হতে পারে সুবিধা, নিউজপেপার রিপোর্ট লেখার জন্য নিজেকে কীভাবে তৈরি করবে। সেইসঙ্গে লাস্ট মিনিট টিপসও শেয়ার করেছেন তিনি। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই ক্লাসরুম নিঃসন্দেহে সহায়ক হতে চলেছে।

বিঃদ্রঃ -পাঠশালা লাইভে মতামত বক্তাদের একান্ত নিজস্ব। এতে ABP আনন্দ ও ABP Live - এর সম্পাদকীয় কোনও মতামত নেই। উদ্যোগ সম্পূর্ণরূপে এবং একান্তভাবেই ছাত্রছাত্রীদের সহযোগিতার জন্য। সম্ভাব্য প্রশ্নাবলী ও সাজেশন ধারণা মাত্র, ছাত্রছাত্রীদের নিজস্ব প্রস্তুতিকে কোনওভাবেই ব্যাহত করার অভিপ্রায় নয়। পরীক্ষার্থীদের জন্য আগাম শুভেচ্ছা।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola