Madhyamik 2026: কোন চ্যাপ্টারে কী দেখে গেলে হতে পারে উপকার, মাধ্যমিকের জীবন বিজ্ঞানের লাস্ট মিনিট টিপস

Continues below advertisement

Madhyamik Examination 2026 : Madhyamik Bengali Last Minute Tips : মাধ্যমিক পরীক্ষা দোরগোড়ায় চলে এসেছে। আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ২০২৬-এর মাধ্যমিক পরীক্ষা। প্রস্তুতি এখন অন্তিম পর্যায়ে। পরীক্ষার্থীদের এই প্রস্তুতিকে আরও নিখুঁত করতে ‘পাঠশালা লাইভ’-এর ক্লাসরুমে গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন পূর্ব বর্ধমানের আঝাপুর হাইস্কুলের সহ-শিক্ষক ডঃ উৎপল অধিকারী। সংজ্ঞাজাতীয় প্রশ্নের উত্তর কেমন করে লেখা প্রয়োজন, কোন কোন চ্যাপ্টারের কোন বিষয়ে বেশি নজর দেওয়া প্রয়োজন, তা নিয়েও শিক্ষার্থীদের জন্য রয়েছে টিপস। জীবন বিজ্ঞানে কোন কোন চিত্রের ওপর গুরুত্ব আরোপ প্রয়োজন, সেই সম্পর্কেও তথ্য তুলে ধরা হয়েছে। উনি বিশেষ নজর রাখার কথা বলেছেন জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়, মানুষের ক্রিয়াকলাপ কীভাবে নিয়ন্ত্রিত হয়, মানুষের দ্বিপদগমন সম্বন্ধে।

শুধু বিষয়ভিত্তিক প্রস্তুতিই নয়, পরীক্ষার হলে বসে উত্তর কীভাবে লিখলে ভাল নম্বর পাওয়া যায়, সেই সম্পর্কেও রয়েছে গুরুত্বপূর্ণ টিপস ও কৌশল। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই ক্লাসরুম নিঃসন্দেহে সহায়ক হতে চলেছে।

বিঃদ্রঃ -পাঠশালা লাইভে মতামত বক্তাদের একান্ত নিজস্ব। এতে ABP আনন্দ ও ABP Live - এর সম্পাদকীয় কোনও মতামত নেই। উদ্যোগ সম্পূর্ণরূপে এবং একান্তভাবেই ছাত্রছাত্রীদের সহযোগিতার জন্য। সম্ভাব্য প্রশ্নাবলী ও সাজেশন ধারণা মাত্র, ছাত্রছাত্রীদের নিজস্ব প্রস্তুতিকে কোনওভাবেই ব্যাহত করার অভিপ্রায় নয়। পরীক্ষার্থীদের জন্য আগাম শুভেচ্ছা।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola