Madhyamik 2025 :মাধ্যমিক ইংরেজিতে এবার কীসে আরেকটু জোর ? Writing Skill -এর জন্য আরেকটু বেশি কী পড়ব?
Madhyamik Examination 2025 : Madhyamik English Suggestion: মাধ্যমিক পরীক্ষায় ইংরাজি বিষয়কে কি ভয়ের কিছু আছে ? উত্তর - একদমই না। মাধ্যমিকে প্রতিবারের মতই ছাত্র-ছাত্রীদের সহায়তায় এবিপি আনন্দ ও এবিপি লাইভ বাংলার উদ্যোগ পাঠশালা লাইভ ফের হাজির। বাংলা, ইতিহাসের পর এবার ক্লাসরুমে রয়েছেন ইংরাজি (Madhyamik English) বিষয়ের শিক্ষিকা। পুরো ভিডিওটা দেখলে বুঝতে্ পারবেন, মাধ্যমিক পরীক্ষায় ইংরাজিতে একদম ফুল মার্কস পাওয়া খুব সহজ। ইংরাজির জন্য কীভাবে নেবে শেষ মুহূর্তের প্রস্তুতি, কীভাবে লিখবে উত্তর, ২০২৫ সালে এ বছরের জন্য কোন কোন টপিক গুরুত্বপূর্ণ , এসব প্রশ্নের উত্তর ও বিশেষ পরামর্শ দিয়েছেন যাদবপুর বিদ্যাপীঠের ইংরাজি বিষয়ের শিক্ষিকা মিষ্টুনী দত্ত (Mishtuni Dutta)। শর্ট কোয়েশ্চেন, MCQ থেকে ব্যাখ্যামূলক প্রশ্ন, পাঠশালা লাইভে সব রয়েছে আলোচনায়। আর হ্যাঁ, ভিডিওর একদম শেষে আপনারা দেখতে পাবেন, শর্ট একটা সাজেশন। যা একটু বেশি করে দেখে পরীক্ষা দিতে যাওয়া যেতে পারে। পরীক্ষার্থীদের যদি একটুও উপকারে আসে পরামর্শ, এই উদ্যোগ সফল হবে। (WBBSE Madhyamik)। বিঃদ্রঃ -পাঠশালা লাইভে মতামত বক্তাদের একান্ত নিজস্ব। এতে ABP আনন্দ ও ABP Live - এর সম্পাদকীয় কোনও মতামত নেই। উদ্যোগ সম্পূর্ণরূপে এবং একান্তভাবেই ছাত্রছাত্রীদের সহযোগিতার জন্য। সম্ভাব্য প্রশ্নাবলী ও সাজেশন ধারণা মাত্র, ছাত্রছাত্রীদের নিজস্ব প্রস্তুতিকে কোনওভাবেই ব্যাহত করার অভিপ্রায় নয়। পরীক্ষার্থীদের জন্য আগাম শুভেচ্ছা।