Madhyamik 2025 : ইতিহাসে ফুল মার্কস পাওয়া যায় I মাধ্যমিকের লাস্ট মিনিট সাজেশন বিশেষজ্ঞ শিক্ষকের
Madhyamik Examination 2024 : Madhyamik History Suggestion : ইতিহাসে নব্বইয়ে নব্বই পাওয়া যায়। কীভাবে ? জানতে পাঠশালা লাইভে মাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ের এই বিশেষ আলোচনা দেখতেই হবে। কীভাবে পাবে এই ৩৬ নম্বর ? MCQ, SAQ -এ বাজিমাত করার উপায় কী ? বড় প্রশ্নে কোন কোন প্রশ্নে জোর দেবে ? অধ্যায় ভিত্তিক কোন প্রশ্ন কীভাবে লিখতে হবে ? সবটাই উঠে এসেছে আলোচনায়। এবার পাঠশালা লাইভের ক্লাসরুমে রয়েছেন বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয়ের ইতিহাস বিষয়ের শিক্ষিকা অরুণিমা আদিত্য (Arunima Aditya)। পরীক্ষার্থীদের যদি একটুও উপকারে আসে পরামর্শ, এই উদ্যোগ সফল হবে। (WBBSE)। বিঃদ্রঃ -পাঠশালা লাইভে মতামত বক্তাদের একান্ত নিজস্ব। এতে ABP আনন্দ ও ABP Live - এর সম্পাদকীয় কোনও মতামত নেই। উদ্যোগ সম্পূর্ণরূপে এবং একান্তভাবেই ছাত্রছাত্রীদের সহযোগিতার জন্য। সম্ভাব্য প্রশ্নাবলী ও সাজেশন ধারণা মাত্র, ছাত্রছাত্রীদের নিজস্ব প্রস্তুতিকে কোনওভাবেই ব্যাহত করার অভিপ্রায় নয়। পরীক্ষার্থীদের জন্য আগাম শুভেচ্ছা।