Madhyamik Exam Mathematics:অঙ্ককে ভয় নয়, ভালবেসে এক পা এগিয়ে এলে, অঙ্কও দু'পা এগিয়ে আসবে
অঙ্ক অভিমানী, অঙ্ককে (Mathematics) ভালবাসতে হবে। তাহলেই হবে। পাঠশালা লাইভে (Pathshala Live) ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের সাহায্যার্থে পরামর্শ দিতে এসে বলছেন শিক্ষক সজলকুমার গুহ। শিক্ষকতা করেন যোধপুর পার্ক বয়েজ স্কুলে (Jodhpur Park Boys School)। পাঠশালা লাইভে (ABP Live Exclusive) মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশে তাঁর বার্তা, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটা উপপাদ্য না দেখে লিখে ফেললে পরীক্ষার হলে উপপাদ্য যাই পড়ুক না কেন, জলের মত সহজ হয়ে যাবে। দিয়েছেন অঙ্কের অন্যান্য নানা অধ্যায় নিয়ে খুঁটিনাটি টিপস (Tips), সাজেশন। অঙ্ক কিন্তু মোটেও কঠিন নয়। ২০২৩ সালের ২ মার্চ এবছরের মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা (Madhyamik Mathematics Exam)।
Tags :
Madhyamik Exam Madhyamik Madhyamik Exam Madhyamik Exam 2023 Madhyamik Suggestion 2023 Madhyamik Exam Mathematics