Madhyamik Exam: একশোর কাছাকাছি নম্বর পাওয়া যায় ইতিহাসেও, কোন প্রশ্নগুলিতে এবার বেশি করে ফোকাস? | ABP LIVE
Madhyamik History : চার নম্বরের প্রশ্নের জন্য জোর দেব কোন বিষয়ে ? কোন বিষয়ই বা দেখব আট নম্বরের জন্য ? কীভাবে লিখলে ইতিহাসেও (Subject History) পূর্ণমানের কাছাকাছি নম্বর পাওয়া যায় ? ইতিহাস মানেই কি অনেক অনেক লেখা ? পরীক্ষার হলে (Madhyamik Examination) এক্সট্রা শিট বেশি না নিলে কি আসবে না ঠিকঠাক নম্বর ? কেমন করে প্রস্তুতি SAQ, MCQ-এর ? প্রস্তুতি চলাকালীন কোন কোন বিভাগে কতটা জোর দিতে হবে এখন ? এবিপি লাইভের পাঠশালা লাইভে মাধ্যমিকের ইতিহাস বিষয়ে আলোচনায় স্কটিশচার্চ কলেজিয়েট স্কুলের শিক্ষক সুব্রত দাস (Subrata Das)। পরীক্ষার্থীদের যদি একটুও উপকারে আসে পরামর্শ, এই উদ্যোগ সফল হবে। অনেক শুভেচ্ছা জীবনের প্রথম বড় পরীক্ষার (WBBSE) জন্য।
Tags :
Madhyamik Exam Madhyamik Exam Madhyamik Examination 2024 History Suggestions Madhyamik History Suggestions