Higher Secondary Exam 2022 : উচ্চমাধ্যমিকের বায়োলজির লাস্ট মিনিট সাজেশন
Continues below advertisement
করোনাকালে (Corona Pandemic) অনভ্যাসের জের তৈরি হয়েছে অফলাইনে পরীক্ষায় (Offline Exam)। তাই উচ্চমাধ্যমিকের (Madyamik Exam 2022) আগে প্রয়োজন বিশেষ কিছু প্রস্তুতি। অনভ্যাসের জের ও হলে বসে পরীক্ষা না দেওয়ার জের চেনা ছন্দে ব্যাঘাত যাতে না ঘটায় তাই প্রয়োজন ঠান্ডা মাথায় নিজের প্রস্তুতির ওপর ভরসা রাখা। তাহলেই মুশকিল আসান। লেখার ধরণ হতে হবে প্রশ্ন-কেন্দ্রিক একেবারে টু দ্য পয়েন্ট। নির্দিষ্ট কিছু অধ্যায় অংশ ঝালিয়ে নিতে হবে ভাল ভাবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ নিজের ওপর আস্থা রেখে ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে পারা। ফল ভাল হবেই। আগাম শুভেচ্ছা জানানোর পাশাপাশি রইল বায়োলজির লাস্ট মিনিট সাজেশন (Uchha Madhyamik Exam Last Minute Suggestion)।
Continues below advertisement
Tags :
Higher Secondary Uccha Madhyamik HS 2022 Higher Secondary Exam 2022 Uccha Madhyamik Routine 2022 Biology Last Minute Suggestion বায়োলজি উচ্চমাধ্যমিক