ABP ANANDA SHIKSHA SAMMAN : বাংলার শিক্ষাক্ষেত্রের গরিমাকে কুর্নিশ, ব্রেনওয়্যার ইউনিভার্সিটিকে সম্মানিত করল এবিপি আনন্দ
বাংলার শিক্ষাক্ষেত্রের গরিমাকে কুর্নিশ। বাংলার শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকদের হাতে ‘শিক্ষা সম্মান’ তুলে দিয়ে শুক্রবারের সন্ধ্যায় সম্মানিত হল এবিপি আনন্দ। এবিপি আনন্দ সম্মান জানাল ব্রেনওয়্যার ইউনিভার্সিটিকে । উপস্থিত ছিলেন চ্যান্সেলর ফাল্গুনী মুখোপাধ্যায় ।
কোভিডকালে প্রায় ২ বছর ঘরবন্দি ছিল জীবন। তালা ঝুলে ছিল স্কুলে-কলেজে।
দীর্ঘ দিন পর অনলাইনের নির্ভরতা থেকে বেরিয়ে নতুন করে পুরনো জীবনে ফেরা। করোনার এই সঙ্কটকালে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা হয়ে উঠেছে আরও গুরুত্বপূর্ণ। শুক্রবার সেই সব শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকদের সম্মান জানাল এবিপি আনন্দ। তুলে প্রথমবার দেওয়া হল ‘এবিপি আনন্দ শিক্ষা সম্মান’।
Tags :
Shiksha Samman ABP Ananda Shiksha Samman Ananda Shiksha Samman Shri Shikshayatan College Brainware University