Neet Scam: সুপ্রিম কোর্টে আজ ফের NEET মামলার শুনানি। ABP Ananda Live

ABP Ananda Live: নিট মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা পেশ কেন্দ্রের। নিট ইউজি ২০২৪-এ গণহারে অনিয়মের কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। নম্বরের দিক থেকে কোনও একটি নির্দিষ্ট অঞ্চলের পরীক্ষার্থীদের সুবিধা করে দেওয়ারও কোনও প্রমাণ নেই। বুধবার সুপ্রিম কোর্টে হলফনামা দিল জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। হলফনামায় কেন্দ্রের পক্ষ শীর্ষে আদালতে জানানো হয়েছে, পরীক্ষার ফল বিশ্লেষণ করে কোনও অস্বাভাবিকতা দেখতে পাননি আইআইটি মাদ্রাজ ও বিশেষজ্ঞরা । অন্যদিকে, এনটিএ-র পক্ষ থেকেও হলফনামা দিয়ে শীর্ষে আদালতে দাবি করা হয়েছে সোশাল মিডিয়া ফাঁস হওয়া প্রশ্নপত্রের ছবি ও ভিডিও নকল এবং কারসাজি করে করা হয়েছে। এনটিএ তথ্য অনুসন্ধান করে দেখছে পরীক্ষার্থীদের পাওয়া নম্বরে কোনও অস্বাভাবিকতা নেই। আজ ফের এই মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola