Examination Pass Fail System: নতুন শিক্ষানীতি, অষ্টম শ্রেণি পর্যন্ত ফিরছে পাস-ফেল

ABP Ananda Live: নতুন শিক্ষানীতি, অষ্টম শ্রেণি পর্যন্ত ফিরছে পাস-ফেল। অষ্টম শ্রেণি পর্যন্ত ফেল না করার নীতি প্রত্যাহার কেন্দ্রের। 'এবার থেকে পঞ্চম আর অষ্টম শ্রেণিতে হবে পরীক্ষা'। 'পরীক্ষায় পাস করতে হবে, না পারলে আরেকবার সুযোগ'। পরীক্ষায় পাস-ফেল নিয়ে সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের । 'পাস করতে না পারলেও স্কুল থেকে বহিষ্কার নয়'। পড়াশোনার মানোন্নয়নের জন্য এই সিদ্ধান্ত: কেন্দ্রীয় শিক্ষা সচিব।

 

'গোটা পশ্চিমবঙ্গকে মুখ্যমন্ত্রী জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত করেছে। জঙ্গিরা এখান মহাানন্দে থাকছে, আর তৃণমূল কংগ্রেসের গলা মিলিয়ে জয় বাংলা জয় বাংলা করছে', মন্তব্য সুকান্তর। কাশ্মীরের জঙ্গি ক্যানিংয়ে। রবিবার, দক্ষিণ ২৪ পরগনার ক্য়ানিং থেকে সন্দেহভাজন জঙ্গি জাভেদ আহমেদ মুন্সিকে গ্রেফতার করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। বেঙ্গল STF সূত্রের খবর, ধৃতের কাছ থেকে মিলেছে শ্রীনগরের ঠিকানায় আধার কার্ড, ৫০ হাজার টাকা এবং হাতে লেখা বেশ কিছু নোট। সেগুলি ডিকোড করে তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola