New Syllabus: সর্বভারতীয় পরীক্ষা মাথায় রেখে আধুনিক সিলেবাসে জোর শিক্ষামন্ত্রীর।Bangla News
Continues below advertisement
নতুন সিলেবাস তৈরি হচ্ছে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের। এই নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে বিকাশ ভবনে হল সিলেবাস কমিটির প্রথম বৈঠক। সূত্রের খবর, সর্বভারতীয় পরীক্ষা মাথায় রেখে আধুনিক সিলেবাস তৈরির নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। প্রায় ১ হাজার ৩০০ স্কুলে সমীক্ষা করে দেখা হবে, ইতিমধ্যে যে সিলেবাস ছিল তার ইতিবাচক ও নেতিবাচক দিক।
Continues below advertisement
Tags :
ABP Ananda Education Education Ministry Bratya Basu ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Syllabus Bengal Education এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ New Syllabus Class 9 Syllabus Syllabus Change