চলতি নিয়মে রাজ্যের স্কুলে আর নতুন করে শিক্ষক নিয়োগ নয়, জানালেন শিক্ষামন্ত্রী
চলতি নিয়মে রাজ্যের স্কুলে আর নতুন করে শিক্ষক নিয়োগ নয়। তৈরি হচ্ছে নতুন শিক্ষক নিয়োগ বিধির খসড়া। যেখানে গুরুত্ব পাচ্ছে লিখিত পরীক্ষা। সংক্ষিপ্ত হচ্ছে বাকি পদ্ধতি। দ্রুততা ও স্বচ্ছতার তাগিদে এই সিদ্ধান্ত, জানালেন শিক্ষামন্ত্রী।
Tags :
West Bengal Education Minister Partha Chatterjee New Rule Of Teacher Recruitment West Bengal Government Abp Ananda