Architecture : আর্কিটেকচার নিয়ে পড়তে চান ? কীভাবে এগোবেন? কোথায় পড়বেন ? । ABP Live Exclusive
Continues below advertisement
স্থাপত্য বা Architecture । এর মধ্যে প্রতিফলিত হয় কোনও দেশের ইতিহাস, শিল্প, সংস্কৃতি। কারিগরি শিক্ষা বা ইঞ্জিনিয়ারিং এর শাখা হিসেবে পশ্চিমবঙ্গে কিছু কলেজে বিষয়টি পড়ানো হলেও খুব কম বেসরকারি কলেজেই পড়ানো হয় বিষয়টি। ওম দয়াল গ্রুপ অফ ইনস্টিটিউশনস-এর উলুবেড়িয়া ক্যাম্পাসে আর্কিটেকচার পড়ানোর জন্য রয়েছে সম্পূর্ণ আলাদা একটি বিল্ডিং ও অসাধারণ পরিকাঠামো। বিষয়টি নিয়ে পড়ে আগামীতে রয়েছে আকর্ষণীয় চাকরির সুযোগও। সবকিছু নিয়ে এবিপি লাইভের মুখোমুখি সংস্থার সেক্রেটারি আলোক টিবরেওয়াল (Secretary, OmDayal Educational & Research Society - Founder Society of OmDayal Group of Institutions)
Continues below advertisement