কাল শুরু উচ্চ মাধ্যমিক: মোবাইল সঙ্গে নিলে পরীক্ষা বাতিল, প্রয়োজনে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা, জানালেন সংসদের সভাপতি মহুয়া দাস

Continues below advertisement
প্রশ্ন ফাঁস, প্রশ্ন বাইরে আসা ঠেকাতে আরও কড়া অবস্থানের কথা ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগামীকাল ১২ই মার্চ থেকে  শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক । একাদশ শ্রেণির পরীক্ষাও শুরু হবে এদিন। বুধবার সংসদের সভাপতি মহুয়া দাস সাংবাদিক বৈঠক করে বলেন, পরীক্ষা সুষ্টভাবে সম্পন্ন করতে তৎপর রয়েছে সংসদ। একাদশ এবং দ্বাদশ মিলিয়ে চলতি বছর পরীক্ষার্থীর সংখ্যা ১৯ লক্ষ। প্রাক্টিক্যাল এবং থিওরিটিক্যাল মিলিয়ে প্রশ্নপত্রের সংখ্যা ১২৪টি। রাজ্যের ৫৫টি ক্যাম্প অফিস থেকে ইতিমধ্যেই অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন এবং অন্যান্য জরুরি কাগজপত্র বিতরণ করা হয়েছে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram