Narayana School: বিজ্ঞানচর্চায় 'কৃতী' ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে পুরষ্কার ও বৃত্তি নারায়ণা স্কুলের

Continues below advertisement

'কিশোর বৈজ্ঞানিক প্রোৎসাহন যোজনা'-য় (KVPY) জয়জয়কার নারায়ণা স্কুলের (Narayana School) পড়ুয়াদের। সব মিলিয়ে তাদের মোট ১৭৯ জন পড়ুয়া সাফল্য পেয়েছে। তালিকায় রয়েছে এ রাজ্যে নারায়ণা স্কুলের বিভিন্ন ব্রাঞ্চে পাঠরত ১৭ জন। সকলেরই স্থান হাজারের মধ্যে।

সাফল্যের ধারা এগিয়ে নিয়ে যেতে...
সফল পড়ুয়ারা যাতে বিজ্ঞানচর্চা নিয়ে আরও উৎসাহিত হন, সে জন্য পুরস্কার (award) ও বৃত্তির (Scholarship) ব্যবস্থা করেছে নারায়ণা স্কুল। কী রকম? 'কিশোর বৈজ্ঞানিক প্রোৎসাহন যোজনা'(kishor Vaigyanik Protsahan Yojana) বা কেভিপিওয়াই-এর পরীক্ষায় মারকাটারি ফলাফল করেছে এমন পড়ুয়াদের জন্য মোট সাড়ে তিন লক্ষ টাকা নগদ পুরস্কার ঘোষণা করেন স্কুল কর্তৃপক্ষ। বাংলায় তাদের স্কুল থেকে সফল ১৭ পড়ুয়াকে এর মধ্যেই সংবর্ধনা দেওয়া হয়েছে। ভবিষ্যতে ওই পড়ুয়াদের লেখাপড়ার খরচের ব্য়াপারটিও মাথায় রেখেছেন স্কুল কর্তৃপক্ষ। ২৬ জুনের অনুষ্ঠানে তাদের স্কলারশিপও দেওয়া হয়েছে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram