RBU: পরীক্ষা হবে অফলাইনে, স্রোতের বিরুদ্ধে হেঁটে সিদ্ধান্ত রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের।Bangla News
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে অফলাইনে। স্রোতের বিরুদ্ধে হেঁটে সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের। স্নাতক ও স্নাতকোত্তরের সব পরীক্ষাই হবে অফলাইনে, জানালেন উপাচার্য। বিদ্যাসাগর, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে অনলাইনে।
Tags :
ABP Ananda Exam ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ RBU Graduation Online Exam Final Year Exam এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Rabindra Baharati University Bachelors Exam UG Exam এবিপি আনন্দ