WB:'বাংলা ভাষা প্রায় অস্তিত্বহীন!প্রয়োজন নেই বাংলার শিক্ষিকা!'ইংরেজি মাধ্যম স্কুলের নোটিস শিক্ষিকাকে
স্কুলে বাংলা ভাষার পড়ুয়াই নেই। তাই বাংলার শিক্ষিকাকে বরখাস্ত করার নোটিস দিতে গিয়ে বিতর্কে জড়াল আড়িয়াদহর হোলি চাইল্ড স্কুল। নোটিসে লেখা হয়- বাংলা ভাষা প্রায় অস্তিত্বহীন। স্কুল কর্তৃপক্ষের দাবি, ভুলবশত ওই লাইন থেকে একটি শব্দ বাদ পড়ে যায়। পরে সংশোধন করে চিঠি পাঠানো হয়েছে শিক্ষিকাকে।
Tags :
Bengali School School Teacher Bengali Language Ariadaha Controversial Notice Holy Child School