School Reopen : সরকারি আর্জিকে উপেক্ষা, স্রোতের বিরুদ্ধে হেঁটে সিএনআই-এর অধীন কলকাতার সমস্ত স্কুল খোলার সিদ্ধান্ত

Continues below advertisement

সরকারি আর্জিকে উপেক্ষা, স্রোতের বিরুদ্ধে হেঁটে স্কুল খুলছে শহরে। পড়ুয়াদের কথা ভেবে সোমবার থেকে স্কুল খুলছে শহরে। সিএনআই-এর অধীন কলকাতার সমস্ত স্কুল খোলার সিদ্ধান্ত। খুলছে লা মার্টিনিয়ার, প্র্যাট মেমোরিয়াল, স্কটিশ চার্চ কলেজিয়েট, সেন্ট জেমসের মতো স্কুলগুলি। আবহাওয়ার উন্নতি, পড়ুয়াদের ২ বছর ক্ষতির কথা মাথায় রেখে সিদ্ধান্ত, এবিপি আনন্দকে জানালেন কলকাতার বিশপ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram