Madhyamik 2023: মাধ্যমিকে কখন খাতা পাবেন পরীক্ষার্থীরা? কতক্ষণ প্রশ্ন দেখার সময়? জানাল কর্তৃপক্ষ। Bangla News

আর কদিন পরেই মাধ্যমিক (Higher Secondary)। কখন হলে ঢুকবেন পরিদর্শকরা? কখন প্রশ্নপত্র (Question Paper) খোলা হবে? কখন পরীক্ষা শুরু হবে? সবই সাংবাদিক সম্মেলনে বলল মাধ্যমিক বোর্ড (Secondary Education Board)। পরীক্ষার্থীরা খাতা পাবেন ১১টা ৫৫ মিনিটে। পরীক্ষা শুরু হবে ১২টার সময়। পরীক্ষার হলে অভিভাবকরা ঢুকবেন না।জানিয়ে দিল মাধ্যমিক বোর্ড। প্রতিটি পরীক্ষার সেন্টারের (Exam Centre) বাইরে হল সংক্রান্ত যাবতীয় তথ্য় ও নিয়মের নোটিশ ঝুলিয়ে দেওয়া হবে।    

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola