SSC Scam Verdict: শিক্ষকদের চাকরি বাতিল! কী ভাবছে মাধ্য়মিকের কৃতীরা? ABP Ananda Live

Continues below advertisement

West Bengal News: SSC তে শিক্ষকদের চাকরি বাতিল নিয়ে মন্তব্য করলেন মাধ্য়মিকের কৃতীরা। 'যাঁরা নিষ্ঠা সহকারে পড়াশোনা করে পরিবারের অর্থনৈতিক অবলম্বন হয়ে উঠেছিলেন তাঁদের চাকরি বাতিল হওয়াটা অত্য়ন্ত খারাপ খবর।' বলল মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী চন্দ্রচূড় সেন। অন্যদিকে মাধ্য়মিকে তৃতীয় স্থানাধিকারী উদয়ন বসাক বলল, ' চাকরি বাতিলেন বিষয়েটা খারাপ। যাঁরা যোগ্য় তাদের চাকরিটা অবশ্য়ই ফেরত পাওয়া উচিত'। ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram