TET Agitation: জল ও খাবার ত্যাগ করে আমরণ অনশন, সরকার কবে মানবিক হয় দেখি, বলছেন TET আন্দোলনকারী
একদিন পার। করুণাময়ীতে আমরণ অনশন আন্দোলনে ২০১৪’র প্রাথমিকের TET উত্তীর্ণ নন ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা। গতকাল থেকে চলছে অনশন। এই অবস্থায় পর্ষদ রাজ্য সরকারের কোর্টে বল ঠেলেছে। আবার রাজ্য সরকার বল ঠেলছে আদালতের দিকে।