Tutopia learning App পরীক্ষার্থীদের ভরসা টিউটোপিয়া, বিনামূল্যে কীভাবে করা যাবে ব্যবহার, জেনে নিন বিস্তারিত

Continues below advertisement

জুনের শুরুতেই মাধ্যমিক। করোনা আবহে স্কুল বন্ধ ছিল প্রায় ১১ মাস। এই প্রেক্ষাপটে এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে অন্ধের যষ্ঠি হয়ে উঠেছে ‘টিউটোপিয়া লার্নিং’ অ্যাপ। 

পূর্বাচলের সঞ্চিতা ভৌমিক। যাদবপুরের একটি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল থেকে এবছর মাধ্যমিক দেবে। মুখে মাস্ক ঢেকে স্কুলে এসেও তাঁর ভরসা সেই টিউটোপিয়া লার্নিং অ্যাপ। গড়িয়ার মঞ্জিষ্ঠা মাইতি। আদ্যন্ত সরকারি স্কুল শাখোয়াত মেমোরিয়াল গভঃ গার্লস হাইস্কুলের ছাত্রী। ২০২১-এ তাঁরও মাধ্যমিক। মঞ্জিষ্ঠার মুখেও একই কথা। 

এবিপি আনন্দর উদ্যোগে সরস্বতী পুজোর দিন থেকে শুরু হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে টিউটোপিয়া লার্নিং অ্যাপ পরিষেবা। 

প্রতিটি বিষয়ে, অধ্যায় ধরে ধরে, শিক্ষামূলক ভিডিও আছে এই অ্যাপে। এক একটি ভিডিওর দৈর্ঘ্য ৬ মিনিট থেকে ১২ মিনিট।

অডিও-ভিডিও ক্লাসের পাশাপাশি রয়েছে কমেন্ট বক্স। যা দেখে এই করোনা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকারাও। 

কীভাবে মিলবে অ্যাপ-

এই অ্যাপ পেতে গেলে, গুগল প্লে স্টোর বা IOS অ্যাপ স্টোরে যেতে হবে। 
ইংরেজিতে লিখতে হবে টিউটোপিয়া লার্নিং অ্যাপ।
অ্যাপ ডাউনলোডের পর তা ইনস্টল করতে হবে আপনার অ্যান্ড্রয়েড বা আইফোনে।
অ্যাপটি খোলার পর প্রথমেই নাম

ঠিকানা

ক্লাস

পিন কোড 

এবং ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। 

সেই সময় মাধ্যমিক ২০২১ - এই সেকশনটি অবশ্যই বেছে নিতে হবে।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলেই খুলে যাবে অ্যাপ। 

সাবস্ক্রিপশনের সময় রেফারেল কোডের জায়গায় ইংরেজিতে ছোট হাতে, abp ananda লিখলেই বিনামূল্যে পুরো অ্যাপ ব্যবহার করা যাবে।

অ্যাপ নিয়ে সমস্যায় পড়লে রয়েছে হেল্পলাইন। 

নম্বর হল - 9903985050।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram