UGC Net Exam Cancel: পরীক্ষার ২৪ ঘণ্টার মধ্যে UGC-র NET বাতিল। ABP Ananda Live

ABP Ananda Live: পরীক্ষার ২৪ ঘণ্টার মধ্যে UGC-র NET বাতিল। অনিয়মের আশঙ্কায় NET বাতিল করে CBI তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবারই ৯ লক্ষেরও বেশির পরীক্ষার্থী অংশ নেন UGC NET-এ। ।'তদন্ত একেবারে প্রাথমিক স্তরে রয়েছে'। 'তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় সরকার'। 'অনলাইনে কিছু ইউজিসি ইনপুট পেয়েছিল'।'ইনপুটের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে, কেউ অভিযোগ করেনি'। নেট পরীক্ষা বাতিল নিয়ে মন্তব্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের যুগ্ম সচিব গোবিন্দ জয়সওয়ালের। NTA-এর ডিজি-কে তলব করলেন শিক্ষাসচিব। 

পরীক্ষার পরদিনই NET বাতিল, NTA-র এই তৎপরতা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। 

NEET সংক্রান্ত সব আবেদনের শুনানি ৮ জুলাই। NTA-কে নোটিস জারি করল সুপ্রিম কোর্ট। দেশের সব হাইকোর্টে NEET মামলার শুনানিতে স্থগিতাদেশ। কাউন্সেলিং ব্যাহত হোক, চাই না, মন্তব্য সর্বোচ্চ আদালতের। '০.০০১ শতাংশ গাফিলতিও হয়ে থাকলেও বিস্তারিতভাবে দেখা উচিত'। এর আগে মন্তব্য করে সুপ্রিম কোর্ট। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola