UGC-NET Cancellation: NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই UGC-NET বাতিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের | ABP Ananda LIVE

জুনের UGC-NET বাতিল করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। ইউজিসি-নেট বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ। অস্বচ্ছতার কারণ দেখিয়ে UGC-NET বাতিল। নিট নিয়ে তোলপাড়ের মধ্যেই UGC-NET বাতিল। পরীক্ষার ২৪ ঘণ্টার মধ্যেই ইউজিসির নেট বাতিল। NTA-র নেওয়া পরীক্ষা বাতিল করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। নতুন করে নেওয়া হবে UGC-NET, জানাল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। NTA-রই নেওয়া সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা ঘিরেও প্রশ্ন।

মেডিক্যাল এন্ট্রান্স নিয়ে তোলপাড়, বিহার থেকে গ্রেফতার ১৩। বিহার সরকারের কাছ থেকে রিপোর্ট চাইল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। 

ছেলেধরা গুজবে পুলিশের সামনেই বারাসাতে মহিলাকে গণপিটুনি! কাজিপাড়ায় নিখোঁজ শিশুর দেহ উদ্ধারের পর ছেলেধরা গুজব। বারাসাতের কামাখ্যা এলাকায় মহিলা-সহ ৩জনকে গণপিটুনি। বাচ্চাকে নিয়ে অটোতে উঠতে গেলে টেনে নামিয়ে বেধড়ক মার। পুলিশের সামনেই মহিলা-সহ ৩জনকে টেনে হিঁচড়ে মার। পুলিশের গাড়ি ভাঙচুর, পাল্টা লাঠিচার্জ। গুজব না ছড়াতে মাইকে প্রচার পুলিশের, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি। স্কুলের সামনেই মহিলা-সহ ৩জনকে বেধড়ক মার। বারাসাত, মধ্যমগ্রামে শিশু পাচার করে কিডনি পাচারের গুজব। হামলা, গুজব ছড়ানোর অভিযোগে ১৭জন গ্রেফতার। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola