Ugc Net Exam: NEET-এ প্রশ্ন ফাঁস নিয়ে মোদিকে আক্রমণ রাহুলের, পাল্টা শমীক ভট্টাচার্য। ABP Ananda Live

Continues below advertisement

ugc net exam cancelled: ডাক্তারি প্রবেশিকা NEET-এ প্রশ্ন ফাঁস, গ্রেস মার্ক-সহ বেনজির দুর্নীতির অভিযোগ। সেই রেশ কাটতে না কাটতেই দুর্নীতির সন্দেহে পরীক্ষার ২৪ ঘণ্টার মধ্যে বাতিল করা হয়েছে UGC-NET. সেই নিয়ে এবার কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে তীব্র আক্রমণ কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর। দেশের ভবিষ্যৎ নিয়ে কেন্দ্র ছিনিমিনি খেলছে বলে অভিযোগ করেছেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিজেপি আধিপত্য কায়েম করেছে বলেও অভিযোগ তুললেন তিনি। সোমবার বিষয়টি সংসদে তোলা হবে বলে জানিয়েছেন তিনি। (Rahul Gandhi)

এদিন রাহুল বলেন, "মণিপুর থেকে মহারাষ্ট্র গিয়েছিলাম যাত্রা নিয়ে। হাজার হাজার ছেলেমেয়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলেছিলেন। আজ UGC NET-র প্রশ্নপত্র ফাঁস হয়েছে, পরীক্ষা বাতিল হয়েছে। বলা হচ্ছিল, নরেন্দ্র মোদি ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দিয়েছেন, ইজরায়েল এবং গাজার মধ্য়েকার যুদ্ধও নাকি উনি থামিয়ে দিয়েছেন। কিন্তু কোনও কারণে প্রশ্নপত্র ফাঁস আটকাতে পারছেন না মোদি বা আটকাতে চাইছেন না।" (Modi Attacks Modi)

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram