ABP Live Exclusive: দেশের ইতিহাস থেকে পরিকাঠামো জানার মাধ্যম, WBCS-এ কেন গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞান?
রাষ্ট্রবিজ্ঞান এমন এক বিষয় যার সঙ্গে আমাদের পরিচয় ঘটে স্কুল স্তরে, রাষ্ট্রের পরিকাঠামো থেকে পরিকাঠামো থেকে তার ইতিহাস জানা একজন নাগরিক হিসেবে খুব গুরুত্বপূর্ণ। কিন্তু WBCS পরীক্ষাতেও এই গুরুত্ব রয়েছে এই বিষয়ের? WBCS পরীক্ষার আগে কীভাবে ইন্ডিয়ান পলিটির জন্য প্রস্তুতি নেবেন ছাত্রছাত্রীরা? এই নিয়ে আলোচনা করলেন WBCS অফিসার প্রতীক মুখোপাধ্যায়। বর্তমানে যিনি দুর্গাপুরের অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার।