WB Madhyamik Result 2024: কীভাবে প্রস্তুতি নিয়েছিল মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী চন্দ্রচূড় সেন?
Madhyamik Exam Result : আজ ২ মে, মাধ্যমিকের (Madhyamik Result) ফলপ্রকাশ। সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। এ বছরও বোর্ডের পাশাপাশি এবিপি আনন্দের ওয়েবসাইট (ABP Ananda Website) ও মোবাইল অ্যাপে রেজাল্ট দেখার সুযোগ রয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ফল ঘোষণার পাশাপাশি সকাল ৯টা ৪৫ থেকে অনলাইনে দেখা যাবে রেজাল্ট। মাধ্য়মিকে প্রথম চন্দ্রচূড় সেন, রামভোলা হাইস্কুল, কোচবিহার (৬৯৩), দ্বিতীয় সাম্যপ্রিয় গুরু, পুরুলিয়া জেলা স্কুল (৬৯২), তৃতীয় উদয়ন প্রসাদ, বালুরঘাট হাইস্কুল (৬৯১), তৃতীয় পুষ্পিতা বাঁশুরি, বীরভূম নিউ ইন্টিগ্রেটেড হাইস্কুল (৬৯১), তৃতীয় নৈঋতরঞ্জন পাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন (৬৯১), চতুর্থ তপোজ্যোতি মণ্ডল, কামারপুকুর রামকৃষ্ণ মিশন (৬৯০)। এ বছর মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী কোচবিহারের চন্দ্রচূড় সেন। ABP Ananda Live