ABP Live Exclusive: নেই নির্দিষ্ট সিলেবাস! WBCS-এ GK এবং কারেন্ট অ্যাফেয়ার্সে বই পড়বেন না কি MCQ?

WBCS-এ Current Affairs এর ক্ষেত্রে সংবাদ মাধ্যমের ভূমিকা কতটা? GK-এর জন্য কি WBCS-এর অন্য কোনও বিষয়কেও বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত? MCQ  না বই পড়া GK এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে কোনটা বেশি গুরু্ত্বপূর্ণ?। এবিপি লাইভ WBCS মেনসের জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করলেন পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) শালবনি  (Salboni) ব্লকের  জয়েন্ট বিডিও (Joint BDO) দেবব্রত কোনার।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola