ABP Live Exclusive: ভয় কাটিয়ে WBCS-এ কীভাবে অঙ্ক হয়ে উঠতে পারে স্কোরিং সাবজেক্ট?
Continues below advertisement
সরকারি চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় এমন কিছু বিষয় থাকে যার সঙ্গে পরিচয় ঘটে একেবারে প্রস্তুতি পর্বে। এর পাশাপাশি এমন কিছু বিষয় থাকে যা আমাদের স্কুল স্তর থেকেই পড়তে হয়। অঙ্ক (Mathematics) শুনলেই অনেকেরই ভয় লাগে। কঠিন বলে মনে হয়। অঙ্ক আবার কারোর কাছে বেশ স্কোরিং একটা বিষয়। WBCS Mains পরীক্ষায় অঙ্কের জন্য কীভাবে প্রস্তুতি নেবেন? কীভাবে কাটিয়ে উঠবেন ভয়? এই সব নিয়েই আলোচনা করলেন WBCS অফিসার শুভদীপ দে সরকার (Subhadip Dey Sarkar)। যিনি বর্তমানে পূর্ব মেদিনীপুরের (East Midnapore) তমলুক (Tamluk) মহকুমায় রেভিনিউ অফিসার (Revenue Officer) হিসেবে কর্মরত।
Continues below advertisement