Education Policy: কেন্দ্রের শিক্ষানীতি মানল রাজ্য,চলতি শিক্ষাবর্ষ থেকেই কার্যকর ৪ বছরের অনার্স কোর্স
অবশেষে মোদি সরকারের শিক্ষানীতি মানল রাজ্য। বাংলায় কার্যকর হবে জাতীয় শিক্ষানীতি। চলতি শিক্ষাবর্ষ থেকেই কার্যকর ৪ বছরের অনার্স কোর্স। বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনেই সিদ্ধান্ত, জানাল রাজ্য। স্নাতকে ভর্তিতে কেন্দ্রীয় অনলাইন প্রক্রিয়া এবারও কি বিশ বাঁও জলে? আগের পদ্ধতিতেই স্নাতকে ভর্তির পথে শিক্ষা দফতর, খবর সূত্রের।