HS Result: দারিদ্রের সঙ্গে লড়াই করে উচ্চমাধ্যমিকে চোখধাঁধানো সাফল্য লাভ দুই পরীক্ষার্থীর | Bangla News

পরিবারে আর্থিক স্বচ্ছলতা নেই। তবুও মনের জেদ ছিল অদম্য। তাতেই মিলল সাফল্য। এবার উচ্চমাধ্যমিকে যৌথভাবে পঞ্চম হয়েছেন হরিপালের চন্দ্র মণ্ডল ও অষ্টম হয়েছেন কলকাতার সৌভিক দাস। আর্থিক বাধাকে জয় করার পর এই দুই কৃতীই চান এবার নিজেদের স্বপ্নপূরণ করতে। হুগলির হরিপাল গুরুদয়াল ইন্সটিটিউশনের বাণিজ্য বিভাগের ছাত্র চন্দ্র মণ্ডল। ৪৯৪ নম্বর পেয়ে পঞ্চম হয়েছেন তিনি। আর্থিক অনটনের সঙ্গে লড়াই করে সাফল্যের মুখ দেখেছেন সৌভিক দাসও। ৪৯১ নম্বর পেয়ে এবার উচ্চমাধ্যমিকে অষ্টম হয়েছেন চেতলা বয়েজ হাইস্কুলের বাণিজ্য বিভাগের এই ছাত্র।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola