Madhyamik Exam Result2024: এবছর মাধ্যমিকে পাসের হারে এগিয়ে কোন জেলা? | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: মাধ্যমিকে(Madhyamik) এ বছর ৮৬.৩১%। গতবছর পাসের হার ছিল ৮৬.১৫%। এ বছর মাধ্যমিকে পাসের হারে সর্বোচ্চ কালিম্পং। দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর(East Medinipur), পাসের হারে কলকাতা রয়েছে ৩ নম্বরে, চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর(West Medinipur)। মেধা তালিকায় প্রথম দশে রয়েছে ৫৭ জন। দক্ষিণ ২৪ পরগনা (south 24 parganas)থেকে সবথেকে বেশি ৮ জন ঠাঁই পেয়েছে মেধা তালিকায়। দক্ষিণ দিনাজপুর, পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুর থেকেও ৭ জন করে জায়গা পেয়েছে মেধা তালিকায়। কলকাতা থেকে একজন মেধা তালিকায় রয়েছে। এ বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৯ লক্ষের বেশি পরীক্ষার্থী। এ বছর মাধ্যমিক শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হওয়ার ৮০ দিনের মাথায় ফলপ্রকাশ করছে মাধ্যমিক শিক্ষা পর্ষদ। এ বছর মাধ্যমিকে পাসের হারে সর্বোচ্চ কালিম্পং। পাসের হারে ২ নম্বরে পূর্ব মেদিনীপুর, তিনে কলকাতা। মাধ্যমিকে পাসের হার ৮৬.৩১ শতাংশ। গত বছরের তুলনায় বেড়েছে পাসের হার। প্রথম দশে আছেন ৫৭ জন। দক্ষিণ ২৪ পরগনা থেকে মোট ৮ জন পরীক্ষার্থী জায়গা পেয়েছেন তালিকায়। মাধ্যমিকের ৬০ শতাংশের বেশি পেয়েছে ১ লক্ষ ১৮ হাজার ৪১১ জন। এ বছর মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী কোচবিহারের চন্দ্রচূড় সেন। এ বছর মাধ্যমিকে দ্বিতীয় স্থানাধিকারী পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram