৭টায় বাংলা (১): ভোটের আগে অভিনব জনসংযোগ শাসক-বিরোধী শিবিরের! কেউ মাতছেন গানে, কেউ বা নাচে, সঙ্গে অন্য খবর

Continues below advertisement

কোনও রাজনৈতিক সভা বা প্রচার নয়। জনসংযোগের এ এক অন্য় মাধ্যম। কারোর হাতিয়ার মিউজিক ভিডিও। কারোর গান বা কারোর নাচ। তৃণমূল (TMC)-বিজেপির (BJP) জনসংযোগের এই হাতিয়ারের তিনটি ছবি দেখে নিন একসঙ্গে। দলত্যাগীদের কটাক্ষ করে এবার মিউজিক ভিডিও করলেন তৃণমূল (TMC) নেতা মদন মিত্র (Madan Mitra)। তিনি বলেন, "কোটি কোটি টাকার কুমড়ো কিনছে বিজেপি (BJP)। এদিকে কৃষকদের হাতে চাল না দিয়ে চালকুমড়োও দিচ্ছে না। কোটি কোটি কৃষক না খেতে পেয়ে মরছে। আর অন্ধকার রুমে বিল পাশ করিয়ে নিচ্ছে একতরফা।" পাল্টা কটাক্ষ করেছে বিজেপি (BJP)। বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) বলেন, "আমি এই নিয়ে কোনও মন্তব্য করব না। ওরা যা পারে করুক। আমি আমার কাজ ঠিক মতো করব।" বিজেপি সদ্য যোগ দেওয়া বৈশালী ডালমিয়া (Baishali Dalmiya) বলেন, "মদনদা বেশ মজা করে করে কথা বলেন সেই জন্য ওঁনার ভিডিও আমরা দেখি। ভাল লাগছে এই নির্বাচনের মধ্যে ওঁনার বোকা বোকা মজার কথাগুলো। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "ওঁনার সময় আছে গান গাওয়ার। কাজ তো কিছুই নেই। সেই জন্য এই বিষয় চর্চার কিছু নেই। আমরাও এরকন গান বের করেছি ২০-২৫টি। রাস্তা বেরোলে শোনা যাবে।" সঙ্গে দেখুন অন্য খবর।"

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram