আজ বাংলায়: এবার কমিশনের কোপে শীর্ষ IPS অফিসার

Continues below advertisement

এডিজি আইনশৃঙ্খলার পরে এবার অপসারিত হলেন ডিজিও। ভোটের মুখে অপসারিত করা হল রাজ্য পুলিশের ডিজিকে।  বীরেন্দ্রর বিরুদ্ধে বারবার অভিযোগ তুলেছেন বিরোধীরা। রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে সরাল নির্বাচন কমিশন। ভোটের কোনও কাজে থাকতে পারবেন না বীরেন্দ্র। রাজ্য পুলিশের নতুন ডিজি হলেন নীরজনয়ন পাণ্ডে। 

এই নিয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য (Samik Bhttacharya) বলেন, "পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রশ্নচিহ্নের মুখে। আমাদের ১৩৮জন কর্মী খুন হয়েছেন। অধিকাংশ ক্ষেত্রেই পুলিশ তদন্তের আগে আত্মহত্য়া বলে চালিয়ে দিয়েছে। কোনও ধরনের সুরক্ষা পাইনি। নির্বাচন কমিশন জেনে বুঝেই এই সিদ্ধান্ত নিয়েছে। 

এই বিষয়ে তৃণমূল (TMC) নেতা সৌগত রায় বলেন, "নির্বাচন কমিশন বিজেপি যা চায় তাই করছে। বিজেপির ইচ্ছা মতো কাজ করছে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram