Panchayat Election 2023: ভোট সন্ত্রাস নিয়ে মুখ খুলেছেন আব্দুল করিম চৌধুরীও
'এখানে ফেয়ার অ্য়ান্ড ফ্রি ইলেকশন মোটেই বলা যাবে না। এতগুলো মানুষের প্রাণ গেল, সেখানে শান্তিপূর্ণ বলা মানে তো, মিথ্য়ের ওপর দাঁড়িয়ে মানুষকে প্রতিশ্রুতি দেওয়া।' কোনও বিরোধী দলের নেতা নয়, কথাটা বললেন, ভরতপুরের তৃণমূল বিধায়ক, মুর্শিদাবাদের হুমায়ুন কবীর। তাঁর প্রশ্ন, 'দিদি আজকে মুখ্য়মন্ত্রী, দিদি আজকে পুলিশমন্ত্রী। কেন মুর্শিদাবাদে খুনের রাজনীতি হবে?'। পাশাপাশি, ভোট সন্ত্রাস বন্ধে শাসক দলেরও দায়িত্ব আছে বলে এদিন মন্তব্য় করলেন আরেক তৃণমূল বিধায়ক মদন মিত্র। ভোট সন্ত্রাস নিয়ে মুখ খুলেছেন আব্দুল করিম চৌধুরীও।
Tags :
Bangla News Bangla News Live ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Live Panchayatelection ABP Ananda Bengali News Governor Wbpanchayatelection Wbpanchayatpoll