Abhijit Ganguly: যদি চকোলেট বোম ফেটে ৩ জন মারা যায় তাহলে কালিপটকা ফেটে কতজন মারা যেতে পারে?: অভিজিৎ
Continues below advertisement
ABP Ananda LIVE: 'ওখানে তো কিছু হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তো বলেছেন যে ওখানে চকোলেট বম ফেটেছিল। আমি তাই জানতে চেয়েছি, যদি চকোলেট বোম ফেটে ৩ জন মারা যায় তাহলে কালিপটকা ফেটে কতজন মারা যেতে পারে? এইসব অপপ্রচার চলছে। NIA-র আধিকারিকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর মধ্যে ২জনকে গ্রেফতার করা হয়েছে, আরও লোক গ্রেফতার হবে যারা এর মধ্যে আছে', বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Abhijit GAnguly)।
Continues below advertisement