Abhishek Banerjee: 'আচ্ছে দিনে গ্যাস ৯৭৭ টাকা, পেট্রোল ১১৫, ডিজেল ১০০ টাকা', কেন্দ্রকে নিশানা অভিষেকের ।Bangla News

১২ এপ্রিল বালিগঞ্জে উপনির্বাচন। আর তার আগেই বালিগঞ্জের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) সমর্থনে রোড শো। রোড শো-তে যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেন, 'যখন ভোটে হেরেছে, তখন একধাক্কায় তেলের দাম কমিয়ে দিয়েছিল। উত্তরপ্রদেশে জিতে আবার তেলের দাম বাড়িয়ে দিয়েছে। জীবনদায়ীর ওষুধের দাম পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। সিনেমার উপর থেকে কর মকুব করেছে, আর ওষুধে কর চাপিয়েছে। রাজ্যে ৩৫৬ ধারা জারির হুমকি দিচ্ছে বিজেপি। পরের নির্বাচনে ২৫০ আসন পেয়ে ক্ষমতায় আসবে তৃণমূল।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola