Abhishek Banerjee: 'বিজেপি মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে', নিশানা অভিষেকের । ABP Ananda Live
আজ নদিয়া (Nadia) থেকে পঞ্চায়েত ভোটের (Panchayat Election) প্রচার শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । এর আগে প্রাকৃতিক দুর্যোগের কারণে নবজোয়ার কর্মসূচিতে কৃষ্ণগঞ্জে অভিষেকের সভা বাতিল হয়। ২০১৬-য় কৃষ্ণগঞ্জ বিধানসভা তৃণমূল দখল করলেও, বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুন হওয়ার পর, ২০২১-এ এই আসন ছিনিয়ে নেয় বিজেপি। সেখান থেকেই আজ নির্বাচনী প্রচার শুরু করছেন অভিষেক। এর পর মুর্শিদাবাদের ডোমকলে রোড শো করবেন তিনি। গতকাল দুপুরে ডোমকল পুর-এলাকায় এক তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ হয়। বিকেলে ধুলাউড়ি গ্রাম পঞ্চায়েতে সিপিএমের মিছিলে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বোমা-গুলি চলে। তাদের ৪ কর্মী জখম হন বলে তৃণমূলের দাবি। এই অশান্তির আবহেই আজ ডোমকলে অভিষেকের নির্বাচনী প্রচার।
Tags :
Elections Election Commission Panchayat Election WB Panchayat Election 2023 Panchayat Poll 2023 Election Commission WB Panchayat Election Schedule WB Panchayat Election Date WB Panchayat Poll 2023 Panchayat Election 2023